জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বহিরঙ্গন কার্যক্রম দপ্তর প্রতিষ্ঠা হয়েছে। রোববার উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেটে বহিরঙ্গন কার্যক্রম পরিচালনার এই সিদ্ধান্ত নেয়া হয়। এর লক্ষ্য আন্তর্জাতিক ছাত্র, শিক্ষক ও গবেষকদের সংশ্লিষ্টতা বাড়ানো। এ দপ্তরের পরিচালক হিসেবে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পলকে দায়িত্ব দেয়া হয়েছে।