মৃত্যুদণ্ড

গাইবান্ধায় শহিদুল ইসলাম হত্যার ঘটনায় ছোট ভাই আরিফ বিল্লাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

গাইবান্ধায় শহিদুল ইসলাম হত্যার ঘটনায় ছোট ভাই আরিফ বিল্লাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ২০২১ সালের ১৬ নভেম্বর সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় এ ঘটনা ঘটে। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

আরও