গাইবান্ধায় শহিদুল ইসলাম হত্যার ঘটনায় ছোট ভাই আরিফ বিল্লাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ২০২১ সালের ১৬ নভেম্বর সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় এ ঘটনা ঘটে। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।