সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের ভাতিজা তোফায়েল হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত তোফায়েল উপজেলার বুসয়ারা গ্রামের বাসিন্দা এবং তিনি চৌদ্দগ্রাম থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।
পুলিশ সূত্র জানায়, তোফায়েল হোসেন চৌদ্দগ্রামে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আরেকটি মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আজ সকালে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
২০১৫ সালে ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের সময় চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আট যাত্রী নিহত হন। এ ঘটনায় তৎকালীন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান হাওলাদার বিএনপি ও জামায়াতের ৬৪ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গত ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে ওই ঘটনার একটি পাল্টা মামলা করেন বাসের মালিক আবুল খায়ের।
এ মামলায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং বিভিন্ন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।