ভোলায় সংঘর্ষে নিহত ১

রোববার (৪ আগস্ট) সকাল দশটা দিকে আন্দোলনকারীরা সমবেত হতে থাকে ভোলার শহরের ইলিশা বাসস্ট্যান্ড এলাকায়। ভোলায় দিনব্যাপী বিভিন্ন জায়গায় সংঘাত ও সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) সকাল দশটা দিকে আন্দোলনকারীরা সমবেত হতে থাকে ভোলার শহরের ইলিশা বাসস্ট্যান্ড এলাকায়। ভোলায় দিনব্যাপী বিভিন্ন জায়গায় সংঘাত ও সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

ইলিশা বাসস্ট্যান্ট থেকে থেকে তারা মিথিলা কার শহরের দিকে রওনা হয়ে বাংলা স্কুলের মোড়ে আসতেই সেখানে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় নেতা কর্মীরা তাদেরকে ধাওয়া করে। এর পরই শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে সেখান থেকে পালিয়ে যান। এরপর একে একে অগ্নিসংযোগ করা হয় জেলা আওয়ামী লীগের কার্যালয় ও বিভিন্ন সরকারি স্থাপনায়।

আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সকল আসবাবপত্র ভেঙে সেখানে অগ্নিসংযোগ করে। আগুন দেয়া হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের চারটি কক্ষে। পুড়ে গেছে সেখানে থাকা সকল আসবাবপত্রসহ ফাইলপত্র। অফিসের সামনের রাখা প্রশাসনের ১৪টি পাজারো গাড়িতেও আগুন দেয়া হয়েছে।

শহরের পৌর ভবনের সকল দরজা জানালাসহ অফিসকক্ষের প্রতিটি রুমের আসবাপত্র ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। সরকারি খাদ্য অফিসও ভাংচুর করে জ্বলিয়ে দেয়া হয়। ওই ভবনের সামনে থাকা অফিসের পাজারো গাড়িটিও পুড়িয়ে দেয়া হয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও চায়নিজ রাইফেলের গুলি চালিয়েছে। এতে একজন ঘটনাস্থলেই ১ নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত ২০ জন। সবমিলে অন্তত অর্ধশতাধিক মানুষের আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। 

আরও