সারা দেশে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনকারীরা

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে সারা দেশে ছয়জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা।

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে সারা দেশে ছয়জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। পরে দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে ফেসবুকেও তিনি এ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করার ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘পুলিশ-ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদদের জন্য গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ করবেন তারা। বুধবার বেলা দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকায় অবস্থানরত সবাইকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

একই সঙ্গে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে, জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালনের জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে গতকাল দিনভর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন শিক্ষার্থী, একজন পথচারী ও একজন ব্যবসায়ী। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশ, গণমাধ্যমকর্মীসহ কয়েকশ মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। দিনভর আন্দোলন-সংঘর্ষে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। বন্ধ হয়ে যায় সারা দেশের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ।

আরও