রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজে লাগা আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের অগ্নিকাণ্ডের খবর জানতে পারে ফায়ার সার্ভিস।
পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নেভানোর কথা জানায় ফায়ার সার্ভিস।