ভোলায় রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাস চাপায় অজ্ঞাত এক নারী আহত হয়েছিলেন। তাকে উদ্ধার করে চালক নিজেই হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করলে সেখান থেকে ভয়ে পালিয়ে যান চালক।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোলা-লক্ষ্মীপুর সড়কের ইলিশা গোডাউন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত ওই নারীর আনুমানিক বয়স ৪০। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ইলিশা পুলিশ ফাঁড়ির এসআই রিয়াজ উদ্দিন জানান, নিহত নারীর পরনে কালো রঙের বোরকা এবং নাকে ও কানে স্বর্ণালংকার রয়েছে। মাইক্রোবাসটি আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে।