ফরিদপুরে পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে থাকা প্রায় চার কোটি টাকার স্থাবর- অস্থাবর সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম।
এর আগে ৪ সেপ্টেম্বর ফরিদপুরের জেলা দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মো. আকবর আলী শেখ এসব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) প্রায় চার কোটি টাকার স্থাবর- অস্থাবর সম্পদ জব্দ করে দুদক।
রেজাউল করিম জানান, তুহিন লস্করের নামে একটি ও তার স্ত্রী জামিলার নামে দুটি ব্যাংক হিসাবে মোট এক কোটি ছয় লাখ ১৭ হাজার ২৯১ টাকা রয়েছে। এ ছাড়া জামিলার নামে ফরিদপুর, খুলনা ও গোপালগঞ্জে দুই কোটি ৮১ লাখ টাকার জমি ও পাঁচতলা ভবনসহ বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে।
তবে তুহিন লস্করের স্ত্রীর আয়ের কোনো উৎস না থাকলেও ‘ভুয়া ব্যবসা’ দেখিয়ে তিনি এ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের এই কর্মকর্তার ভাষ্য।