বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল চরবানিয়ারী ইউনিয়ন পরিষদে পিকেএসএফের সহায়তায় কোডেক সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দুই শতাধিক মানুষকে চিকিৎসা দেন।