ফরিদপুরে ডিমের বাজার নিয়ন্ত্রণে অভিযান

ফরিদপুরে হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। খুচরা পর্যায়ে সরকারিভাবে প্রতিটি ডিমের দাম ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও ১৩-১৪ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুরে হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। খুচরা পর্যায়ে সরকারিভাবে প্রতিটি ডিমের দাম ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও ১৩-১৪ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে গতকাল অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

আরও