রাজশাহীর পবা উপজেলার একটি সাঁওতাল গ্রামে নারীদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তাদের প্রকল্পটির নাম নিশানদিহি। প্রকল্পের উদ্যোক্তা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মাঈনুল ইসলাম এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের নিশাত আনজুম ও আখলিমা আক্তার শিলা। প্রকল্পের আওতায় পবা উপজেলার সাঁওতাল গ্রামে ২০ নারীকে হস্তশিল্প ও কুটির শিল্পের কাজ শেখানো হয়েছে যা দিয়ে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।