নওগাঁয় বন উপমন্ত্রী

জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অবাধে বৃক্ষ নিধন না করে জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার।

প্রকৃতি পরিবেশ রক্ষায় অবাধে বৃক্ষ নিধন না করে জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি বলেন, সরকার বিশ্বাস করে প্রকৃতি এবং জীববৈচিত্র্য যথাযথ সংরক্ষণ করতে না পারলে দেশ দেশের মানুষকে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিপর্যস্ত অবস্থায় পড়তে হবে। তাই সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতিরোধে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।

গতকাল দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিব বর্ষ উপলক্ষে জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহাদেবপুর উপজেলা প্রশাসন, বন বিভাগ এবং পরিবেশ সম্পর্কিত সংগঠন বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন বিবিসিএফ যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।

উপমন্ত্রী বলেন, যে কেউ ভালো কাজের উদ্যোগ গ্রহণ করলে সরকার তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। সবার সম্পৃক্ততা না থাকলে কোনো ভালো কাজের সফলতা আনা সম্ভব নয়। বৃক্ষরাজি না থাকলে পাখিদের আবাসস্থল থাকবে না। এক্ষেত্রে পাখিদের আবাস এবং খাদ্য নিশ্চিত করতে পাখি বসবাসের উপযোগী বৃক্ষ রোপণ করতে হবে।

সময় মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারী, সামাজিক বন অঞ্চল যশোরের বন সংরক্ষক বিবিসিএফের প্রতিষ্ঠাতা মোল্লা রেজাউল করিম, মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ রাজশাহী আহম্মদ নিয়ামুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ রাজশাহী জিল্লুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর বিবিসিএফের উপদেষ্টা . বিধান চন্দ্র দাস, বিবিসিএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি . এসএম ইকবাল হোসেন, বিবিসিএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুকুল, নিরাপদ নওগাঁর চেয়ারম্যান বিবিসিএফের কেন্দ্রীয় সদস্য এম সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন।

আরও