রবি মৌসুমে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ হাজার ২৭০ কৃষক প্রণোদনার সার ও বীজ পাচ্ছেন। গতকাল সকাল ১০টায় সদর উপজেলা চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ মমতাজ।