অনিয়মের অভিযোগ তদন্তে নওগাঁ জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানটি পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক সমন্বিত কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহেবুবা খাতুন রিতা।