সরকারি নির্দেশনা মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও বেতন বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে শ্রমিক সমাবেশ হয়েছে। গতকাল বিকালে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কার্যকারী সভাপতি একরামুল হক লিকু, সাধারণ সম্পাদক আশরাফুর জামান খোকন, কার্যকরী সভাপতি আবু সাইদ, সহসভাপতি আমির ফয়সাল মহব্বত, যুগ্মসম্পাদক হানিফ খান, সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আফতাব হোসেন প্রমুখ।