ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সহিদুল ইসলাম মজনুর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীর ওপর হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজিসহ নানা ধরনের নির্যাতনের অভিযোগ তুলে অপসারণ দাবি করেছে ভুক্তভোগীরা। গতকাল দুপুরে উপজেলার ঈশান গোপালপুর বাজারে ভুক্তভোগী কয়েকশ মানুষ মানববন্ধন করেছেন।