ঝালকাঠিতে খরিফ-২ ২০২৪-২৫ মৌসুমে উফশি আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান লস্কর আসিফুর রহমান দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা।
সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল ও প্রাকৃতিক ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক পুনর্বাসন কর্মসূচির আওতায় সদর উপজেলায় ৭ হাজার ২০০ কৃষককে জনপ্রতি পাঁচ কেজি উফশি আমন ধানের বীজ ও ১৫ কেজি সার বিতরণ করা হয়েছে।