নওগাঁ বিএমসি কলেজের সুবর্ণজয়ন্তী

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁ সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজে (বিএমসি) সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁ সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজে (বিএমসি) সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় কলেজ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। অধ্যক্ষ সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান,  সাবেক এমপি শাহিন মনোয়ারা হক প্রমুখ। 

আরও