মুন্সিগঞ্জে অবৈধ ওষুধ বিক্রি করায় দুজনকে অর্থদণ্ড

মুন্সিগঞ্জে অবৈধ ওষুধ বিক্রি ও সংরক্ষণ করায় দুই ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

মুন্সিগঞ্জে অবৈধ ওষুধ বিক্রি ও সংরক্ষণ করায় দুই ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ লঙ্ঘন করায় তাদের মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

রোববার রাতে সদর উপজেলার শহরে ২ ও ৩ নং সুপার মার্কেট এলাকায় মুন্সিগঞ্জ মেডিকেল হল এবং রোকেয়া ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মুন্সিগঞ্জ মেডিকেল হল নিষিদ্ধ ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করায় ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারার (খ) ও (গ) বিধি লঙ্ঘন করায় ফার্মেসিটির মালিক মামুন হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আরও