লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক: রাজনীতিকদের প্রতিক্রিয়া

রাজনীতিতে বিদ্যমান উত্তেজনা কেটে যাবে —গাজী আতাউর রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গতকাল লন্ডনে একটি দীর্ঘ বৈঠক হয়। বিভিন্ন বিষয় নিয়ে একান্তেও কথা বলেন দুই নেতা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গতকাল লন্ডনে একটি দীর্ঘ বৈঠক হয়। বিভিন্ন বিষয় নিয়ে একান্তেও কথা বলেন দুই নেতা। আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা এবং কাঙ্ক্ষিত সংস্কার ও জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারের অগ্রগতির প্রতিশ্রুতি আসে বৈঠক-পরবর্তী যৌথ বিবৃতিতে। আর এ বৈঠক ও আলোচনা নিয়ে বণিক বার্তার কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা—

আমাদের জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। রাষ্ট্র গঠনে যে মৌলিক সংস্কারের বিষয়টি সামনে এসেছে, সে ব্যাপারে বিএনপি একমত হয়েছে। বিএনপি তাদের আগের অবস্থান থেকে সরে এসে যৌক্তিক সমাধানে এসেছে, এজন্য ধন্যবাদ জানাই। যৌক্তিক দাবির প্রতি সম্মান জানানোয় প্রধান উপদেষ্টাকেও ধন্যবাদ জানাই। সংস্কার, বিচার ও জুলাই সনদ নিয়ে বিএনপির পক্ষ থেকে নীতিগত সমর্থন পাওয়া গেছে আজকের বৈঠকে। এটা স্বৈরতন্ত্রমুক্ত আগামীর বাংলাদেশ নির্মাণের পথকে মসৃণ করবে বলে বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে আজকের পর রাজনীতিতে বিদ্যমান উত্তেজনা কেটে যাবে, অনিশ্চয়তা দূর হবে এবং বৃহত্তর ঐকমত্য তৈরি হবে। জাতীয় নির্বাচন নিয়েও সংশয় ও সংকট থাকবে না।

—যুগ্ম মহাসচিব ও মুখপাত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ

আরও