পুলিশের ধাওয়ায় লেকে ঝাঁপ, দুই শিক্ষার্থী নিখোঁজ

মাদারীপুরে পুলিশ সুপারের বাস ভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় আতঙ্কে দুই শিক্ষার্থী শকুনি লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে নেমেছে। একই সময়ে আন্দোলনকারী ৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ ।

মাদারীপুরে পুলিশ সুপারের বাস ভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় আতঙ্কে দুই শিক্ষার্থী শকুনি লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে নেমেছে। একই সময়ে আন্দোলনকারী ৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে মাদারীপুর পুলিশ সুপারের বাস ভবনের সামনে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও ধাওয়ায় আতঙ্কে দুই শিক্ষার্থীসহ বেশ কয়েকজন পুলিশ সুপারের বাস ভবনের কাছেই শকুনি লেকে ঝাঁপ দেয়। পরে তারা কিছুক্ষণ সাঁতরিয়ে লেকের দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে যায়। তখন ক্লান্ত হয়ে দুই শিক্ষার্থী লেকে ডুবে যায়।

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল লেকে নিখোঁজদের উদ্ধার অভিযান চালাচ্ছে।

এই বিষয়ে এখনো পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিখোঁজ দুই জনের পরিচয় এখনো কেউ নিশ্চিত করতে পারেনি।

আরও