ঝিনাইদহে সাঁতার শিখনে সচেতনতা বাড়াতে নদীতে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ প্রতিযোগিতার আয়োজন করে সেফ সুইমিং একাডেমি। শহরের পৌর ইকোপার্ক থেকে প্রতিযোগিতা শুরু হয়। প্রায় দুই কিলোমিটার এ প্রতিযোগিতায় অংশ নেন শহরের বিভিন্ন সাঁতার একাডেমির ১৮ সাঁতারু। পুরনো ধোপাঘাটা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয় এ প্রতিযোগিতা। এতে প্রথম হন সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের সুজা উদ্দিন।