চিন্ময়ের আইনজীবীসহ ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ ও ভাংচুরের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীসহ ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে শুনানির পর তাদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা আদালতকে বলেছি আইনজীবী নিহতের ঘটনা দুঃখজনক এবং এর বিচার করা উচিত। কিন্তু আইনজীবী হিসেবে যাদের আসামি করা হয়েছে তারা সংঘর্ষ, ভাংচুরের সঙ্গে জড়িত নয়। আলিফের বাবার মামলায়ও কোনো আইনজীবীর নাম নেই। আদালত ধৈর্য ধরে সব পক্ষের কথা শুনেছেন এবং নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাইয়ের করা মামলায় আজ ৬৬ জনের মধ্যে ৬৩ আসামির জামিন মঞ্জুর করেছেন।

আরও