বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক নেতা, দানশীল ব্যক্তি ও বিলিয়নেয়ার উদ্যোক্তা প্রিন্স করিম আগা খানের (৮৮) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং শোক বার্তাটি প্রকাশ করেছে।
প্রিন্স করিম আগা খানের পুত্র ও নতুন আগা খান হিসেবে মনোনীত প্রিন্স রাহিম আগা খানকে দেয়া এ শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অত্যন্ত শোকের সঙ্গে, আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইসমাইলি মুসলমানদের ৪৯তম বংশগত ইমাম, আপনার সম্মানিত পিতা, মহামান্য মাওলানা শাহ করিম আল-হুসাইনি, আগা খান চতুর্থ-এর প্রয়াণে গভীর সমবেদনা প্রকাশ করছি।
শোক বার্তায় আরো বলা হয়, মহামান্য আগা খান চতুর্থ-এর দূরদর্শী নেতৃত্ব ও জনগণের কল্যাণে তার অক্লান্ত অঙ্গীকার সত্যিই অনুকরণীয়। দশকের পর দশক ধরে তিনি সহমর্মিতা, সম্প্রীতি ও বহুত্ববাদের প্রচারক হিসেবে গভীর শ্রদ্ধা ও সম্মানের পাত্র।
প্রধান উপদেষ্টা শোক বার্তায় বলেন, এই গভীর শোকের সময়ে আমরা আপনার, আপনার পরিবারের এবং বিশ্বব্যাপী ইসমাইলি সম্প্রদায়ের পাশে আছি। মহামান্য আগা খান চতুর্থ-এর রেখে যাওয়া সেবার মনোভাব ও মানবতার আদর্শ যুগ যুগ ধরে, মহাদেশের সীমানা পেরিয়ে, মানুষকে অনুপ্রাণিত করবে।