ছারছীনা শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি .... রাজিউন)। মঙ্গলবার রাত ২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ছারছীনা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা শরাফত আলী ও বর্তমান অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন জানান, বৃহস্পতিবার (১৮ জুলাই) তার কফিন ছারছীনা দরবার শরীফে নিয়ে আসা হবে। জোহর নামাজের পর ছারছীনা শরীফে তার জানাজা অনুষ্ঠিত হবে।
ছারছীনার পীরের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ গভীর শোক প্রকাশ করেছেন।