মেঘনায় ড্রেজারডুবি

দুজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবির ঘটনায় মো. আরিফুর ইসলাম ও নূরে আলম নামে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।

ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবির ঘটনায় মো. আরিফুর ইসলাম নূরে আলম নামে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। এখনো নিখোঁজ রয়েছেন তিন শ্রমিক। গতকাল ভোরে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ইলিশা নৌ-থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া।

এর আগে শনিবার রাতে পাঁচ শ্রমিক নিয়ে ডুবে যায় ড্রেজার আফসানা-১। সোমবার বিকালে নৌ-পুলিশ, কোস্টগার্ড ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে ড্রেজারটির সন্ধান পাওয়া যায়। মৃত নূরে আলম ড্রেজারটির মালিক ছিলেন। ডুবুরি দল ড্রেজারটির কেবিন থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

আরও