‘সিনিয়র সচিব’ পদ নামকরণ বাদ দেয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিটি। পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সচিব পদে কোনো বেতন গ্রেড বা স্কেল না রেখে সরকার তাদের বেতন-ভাতা ও সুবিধাদি নির্ধারণ করবে বলেও সুপারিশে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দুটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশন দুটি হলো জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন।
আরো পড়ুন: সিনিয়র সচিব পদটি ছিল শেখ হাসিনার উপহার
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, মন্ত্রণালয়গুলোকে পুনর্বিন্যস্ত করা হলে বিভিন্ন মন্ত্রণালয়ে একাধিক বিভাগ সৃষ্টি হবে। তাদের মধ্যে সমন্বয়ের জন্য সে সকল মন্ত্রণালয়ে কর্মরত একজন সচিবকে মুখ্য সচিব (প্রিন্সিপাল সেক্রেটারি) হিসেবে নিয়োগ দেয়ার সুপারিশ করা হলো। বর্তমান সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তাকে এ পদে পদায়ন করা যেতে পারে। বর্তমান ‘সিনিয়র সচিব’ নামকরণ বাদ দেয়ার সুপারিশ করা হলো। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সচিব পদে কোনো বেতন গ্রেড বা স্কেল থাকবে না। সরকার তাদের বেতন-ভাতা ও সুবিধাদি নির্ধারণ করবেন।