লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে ভাংচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে সেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা। এ সময় লাঞ্ছিত করে পরিষদ থেকে বের করে দেয়া হয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনকে। বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে ইউনিয়নের সাধারণ জনগণ ও সেবাপ্রত্যাশীরা দুর্ভোগের শিকার হচ্ছেন বলে জানা গেছে।