দিনাজপুরের ঘোড়াঘাটে চাকরি নিয়ে দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শামীম মিয়া (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেকে কখনো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো এমপি-মন্ত্রী ও প্রভাবশালীদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে—এমন পরিচয় দিয়ে চাকরি দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। এসব অভিযোগে বৃহস্পতিবার রাতে হিলির আজাদ মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল দুপুরে ঘোড়াঘাট থানায় এক সংবাদ সম্মেলনে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এ তথ্য জানান।