কুমিল্লার ময়নামতি ওয়্যার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জাপানি সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। আগামী ২৪ নভেম্বরের মধ্যে সব দেহাবশেষ সরানোর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
পুলিশি নিরাপত্তায় খননকাজ চলছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। এরই মধ্যে জাপান থেকে সাত সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল কার্যক্রম শুরু করেছে। ফরেনসিক টিমকে সহায়তা করছে বাংলাদেশ সরকার। ময়নামতি ওয়্যার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৩টি দেশের ৭৩৭ সৈনিককে সমাহিত করা হয়েছে।
গত ১৩ নভেম্বর থেকে সমাধিতে খননকাজ শুরু হয়। খননে জাপানের প্রতিনিধিদের সহায়তা করছেন মুক্তিযুদ্ধ গবেষক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক)। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ সরিয়ে আনার কাজটি তিনিই করেছিলেন।
কাজী সাজ্জাদ আলী জহির বলেন, ‘এখন পর্যন্ত যেগুলো খনন করা হয়েছে, তাতে মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। তবে সবকিছুই জাপানের বিশেষজ্ঞ দল যত্নসহকারে সংরক্ষণ করছে।’