সর্বজনীন পেনশনের বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অফিসার্স অ্যাসোসিয়েশন। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মোত্তালেবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব পরিচয় রয়েছে; নিজস্ব সিন্ডিকেট রয়েছে এবং সিনেট রয়েছে। সুতরাং অর্থ মন্ত্রণালয় থেকে জারীকৃত বৈষম্যমূলক প্রজ্ঞাপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কখনই যায় না। আমরা আশা করি, আমাদের কর্মকর্তা-কর্মচারীদের দুঃখের এ ভাষা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছবে এবং বৈষম্যমূলক এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে। যদি তা না হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ঠিকই জানে যে, কীভাবে দাবি আদায় করতে হয়। আমাদের দাবি আদায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সব ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।’