নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। রোববার (১০ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত এই নির্দেশনা জারি করেন। স্থানীয় সাংবাদিকরা বুধবার (১৩ নভেম্বর) এ বিষয়টি জানতে পারেন।
দুর্নীতির মামলায় তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী আদালতের কাছে আইভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আদালত বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন) ও ঢাকার মালিবাগে অবস্থিত পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।