ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোহন মিয়া (২৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৬ নভেম্বর) সকালে আখাউড়া উপজেলার তারাগন গ্রামের অপি মিয়ার নবনির্মিত দোচালা টিনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম জানান, সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।