মহাদেবপুরে খাদ্য গুদাম উদ্বোধন

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যদ্রব্য উৎপাদন ও মজুদে শৃঙ্খলা ফেরাতে ৫ জুলাই সংসদে নতুন আইন পাস হচ্ছে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যদ্রব্য উৎপাদন ও মজুদে শৃঙ্খলা ফেরাতে ৫ জুলাই সংসদে নতুন আইন পাস হচ্ছে। গতকাল দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর এলাকায় ১ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন নবনির্মিত খাদ্য গুদামের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খান, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও