মেয়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে কারাগারে হান্নান

মুরগি বিক্রেতা হান্নান সরদারের চার মাসের সন্তান আনিসা কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেয়ার ইচ্ছা থাকলেও টাকা ছিল না হান্নানের। কারফিউর কারণে কয়েক দিন ব্যবসা বন্ধ থাকে তার। এর মধ্যে বুধবার (২৫ জুলাই) মেয়ের চিকিৎসার খরচ জোগাতে বাধ্য হয়ে রাজধানীর বনশ্রীতে মুরগি বিক্রি করতে বের হন তিনি। কিন্তু নাশকতার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

মুরগি বিক্রেতা হান্নান সরদারের চার মাসের সন্তান আনিসা কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেয়ার ইচ্ছা থাকলেও টাকা ছিল না হান্নানের। কারফিউর কারণে কয়েক দিন ব্যবসা বন্ধ থাকে তার। এর মধ্যে বুধবার (২৫ জুলাই) মেয়ের চিকিৎসার খরচ জোগাতে বাধ্য হয়ে রাজধানীর বনশ্রীতে মুরগি বিক্রি করতে বের হন তিনি। কিন্তু নাশকতার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। 

গ্রেফতারের খবর রাতে জানতে পারেন তার স্ত্রী। খবর পেয়ে তিনদিন রামপুরা থানায় ঘুরেও স্বামীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করতে পারেননি তিনি। 

গতকাল ঢাকার সিএমএম আদালতে কথা হয় হান্নানের স্ত্রীর সঙ্গে। ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত মেয়েকে নিয়ে গরমের মধ্যে আদালতের বারান্দায় বসে ছিলেন। স্বামীর সঙ্গে দেখা হওয়ার আশায় ছিলেন। তবে আদৌ দেখা হবে কিনা জানেন না তিনি। আনিসা বাবার অপেক্ষায় থাকতে থাকতে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। 

এদিকে যাত্রাবাড়ীর কাজলা থেকে রাতে দরজা ভেঙে দুই খালাতো ভাইকে আটক করার অভিযোগ করেছেন স্বজনরা। তারা জানান, ২১ জুলাই রাতে একই ঘরে ঘুমিয়ে ছিলেন কবি নজরুল কলেজের প্রথম বর্ষে পড়ুয়া শাফিন আর তার খালাতো ভাই আরাফাত মুন্না। রাত ১টার পর পুলিশ তাদের ধরে নিয়ে যায়। 

শাফিনের মা বলেন, ‘মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে লেখাপড়া করাচ্ছিলাম। এখন ছেলের জীবনটাই শেষ করে দিচ্ছে।’ তিনি জানান, তাদের বাড়িতে প্রায় এক সপ্তাহ আগে কাজের সন্ধানে গ্রাম থেকে এসেছিল আরাফাত মুন্না। বাবাহারা এ তরুণের লেখাপড়া বেশিদূর এগোয়নি। 

ছেলে আটকের খবর পেয়ে পটুয়াখালীর গলাচিপা থেকে আদালতে ছুটে আসেন তার মা। গতকাল আদালত চত্বরে বণিক বার্তাকে তিনি বলেন, ‘বাবাহারা এ পরিবারের হাল ধরতে ছেলেকে ঢাকা পাঠিয়েছিলাম। এখন উকিলের খরচ এবং আদালতে আসা-যাওয়ার খরচ কীভাবে জোগাড় করব? কারা অন্যায় করছে তা না দেখে এখন গণহারে সবাইকে আটক করা হচ্ছে।’

একইভাবে দোহারের জয়পাড়া থেকে গ্রেফতার করা হয় ছাগলের ব্যাপারী রাজনকে। রাজনের বোন আদালত চত্বরে প্রতিটি প্রিজন ভ্যানের জানালা দিয়ে ভাইকে দেখার চেষ্টা করছিলেন। সকাল থেকেই এভাবে চেষ্টা চালিয়েও ভাইয়ের দেখা পাননি। তাকে ২০২৩ সালের একটি মামলায় আটক দেখানো হয়েছে বলে জানিয়েছেন তার বোন।

আরও