নারায়ণগঞ্জে হোসিয়ারি কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ শহরের ৬ নম্বর নয়ামাটি নিউ মা প্রডাক্টস হোসিয়ারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ শহরের ৬ নম্বর নয়ামাটি নিউ মা প্রডাক্টস হোসিয়ারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বিপুল পরিমাণ তৈরি পোশাক, মেশিন ও আসবাব পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস বলছে, আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।

তিনি বলেন, ‘আগুনে শিশুদের টপস, গেঞ্জি, শার্ট, সুইপ শার্ট, আটটি সেলাই মেশিন, বৈদ্যুতিক ওয়ারিং ও আসবাব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।’

আরও