পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি (৫৭) ও তার স্বামী সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেকের (৬৬) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জনের অভিযোগে তাদের দুজনের নামে পৃথক দুটি মামলা করা হয়েছে। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সালমা রহমান হ্যাপি ও মজিবুর রহমান খালেক জেলা আওয়ামী লীগের নেতা।
জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান বাদী হয়ে মামলা দুটি করেছেন।
মামলার বিবরণে জানা যায়, সালমা রহমান জেলার বিভিন্ন মৌজায় ২৮ দশমিক ৬৫ শতাংশ জমি, ঢাকার পল্লবীতে ৫ শতাংশ জমির মূল্যসহ বিভিন্ন কোম্পানির শেয়ার ও অংশীদারিত্ব ও ঠিকাদারি ব্যবসায় ১৬ কোটি ৬ লাখ ৮৭ হাজার ৫৯১ টাকা আয় করেছেন। বিপরীতে তার তার মোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১৪ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৩০২ টাকা।
অন্যদিকে, সালমা রহমানের স্বামী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান খালেক পিরোজপুর জেলার বিভিন্ন মৌজায় ১৫ দশমিক ৪৫ একর জমি, ইটভাটা ও এগ্রোফুড কোম্পানির নামে ভবন তৈরিসহ বিভিন্নভাবে অনুসন্ধান নথিতে পাওয়া যায় ৬ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ২৯৬ টাকা। বিপরীতে মজিবুর রহমানের গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৩৬২ টাকা। ৩ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৯৩৪ টাকা মূল্যমানের অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ প্রতীয়মান হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়।