নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে আদমজী ইপিজেড এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন— শুভ (২২) ও ইমন (২১)। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মজিববাগ এলাকার বাসিন্দা। আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে তিন যুবক অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করলে ধাক্কা লেগে তিনজন পড়ে যান। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক দুই আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং অপর আরোহী গুরুতর আহত হন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, পুলিশ ট্রাকসহ চালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।