ঝালকাঠির নলছিটিতে বৃক্ষ রোপণ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সকালে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ অভিযান পরিচালনা করে নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ সময় আম, জাম, কাঁঠাল, লিচু, আমলকী, নিম, বরই, জামরুল, পেয়ারা ও জলপাই গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের সভাপতি এসএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন খান সেলিম।