বৃক্ষ রোপণ

ঝালকাঠির নলছিটিতে বৃক্ষ রোপণ অভিযান পরিচালিত হয়েছে।

ঝালকাঠির নলছিটিতে বৃক্ষ রোপণ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সকালে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ অভিযান পরিচালনা করে নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ সময় আম, জাম, কাঁঠাল, লিচু, আমলকী, নিম, বরই, জামরুল, পেয়ারা ও জলপাই গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের সভাপতি এসএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন খান সেলিম।

আরও