সাবেক হুইপ সোলায়মান হকের ইন্তেকাল

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (১৪ জুন) চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চত্বরে বেলা ১১টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর মরদেহ শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও